শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সাত কিশোর হলো- বগুড়া জেলার নন্দী উপজেলার তেঘরি গ্রামের তসলিম উদ্দীনের ছেলে রনি হোসেন (১৮), একই গ্রামের আফাজ উদ্দীনের ছেলে আকাশ হোসেন (১৪), হজরত আলীর ছেলে হাজিফুর রহমান (১৫), মিজানুর রহমানের ছেলে রজব আলী (১৪), ইউনুস আলীর ছেলে জহুরুল ইসলাম (১৫), লুৎফর রহমানের ছেলে মামুন হোসেন (১৪) ও শাহাজাহান থানার পারতেখুর গ্রামের ইনসান আলীর ছেলে রনি হোসেন (২০)।
এছাড়া আটক আইয়ুব হোসেন বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার পারতেখুর গ্রামের ইনছান আলীর ছেলে।
ঝিনাইদহ সিআইডি পুলিশের ইন্সপেক্টর আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে বিআরটিসি বাসে করে সাত কিশোরকে ভারতে পাচার করা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে সন্ধ্যায় ঝিনাইদহ আরাপপুর এলাকায় অভিযান চালিয়ে সাত কিশোরকে উদ্ধার করা হয়েছে। এছাড়া এসময় পাচারকারী আইয়ুবকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এজি