শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। মৃত আলী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শফু মিয়ার ছেলে।
আলীর চাচাতো ভাই সোহেল মিয়া বাংলানিউজকে জানান, আলী মিরপুর ১ নম্বর সেকশনের মাজার রোডের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হলে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেন। সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এজেডএস/এএটি/এএ