ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধ, বাগমারায় ভাতিজার হাতে চাচা খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
জমি নিয়ে বিরোধ, বাগমারায় ভাতিজার হাতে চাচা খুন

রাজশাহী: জমি নিয়ে বিরোধের জের ধরে রাজশাহীর বাগমারা উপজেলায় ভাতিজার ছুরিকাঘাতে তাজের আলী (৩৯) মারা গেছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রক্ষিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এদিন দুপুরে কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা আলমগীর হোসেন ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর জখম হন তিনি।

দ্রুত উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাজের আলী মারা যান।

স্থানীয়দের বরাত দিয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বাংলানিউজকে জানান, দীর্ঘ দিন থেকেই জমি নিয়ে তাজের সঙ্গে তার বড় ভাই নজের আলীর দ্বন্দ্ব চলে আসছিলো। দুপুরে কাটাকাটির এক পর্যায়ে নজের আলী, তার ছেলে আলমগীর হোসেন ও জাহাঙ্গীর হোসেন তাজেরকে লাঠি দিয়ে পেটান এবং আলমগীর তাজেরের পেটে ছুরিকাঘাত করেন।

ঘটনার পর থেকেই নজের আলীর পরিবারের সদস্যরা গা ঢাকা দেওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি, জানান সেলিম।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এসএস/আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।