শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ঈশ্বরদী উপজেলার রুপপুর ইউনিয়নের চররুপপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি চররুপপুর এলাকার আব্দুল করিমের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তালুকদার আব্দুর হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশের একটি দল চররুপপুর এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় একটি চায়ের দোকান থেকে আব্দুল আজিজকে আটক করে।
এসময় তার কাছ থেকে একটি চাইনিজ রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক আব্দুর আজিজ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
আরএ