ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সেন্টারের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সেন্টারের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সেন্টারের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সেন্টারের ৪৪তম বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান লেডিস কমিউনিটি ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ফরিদা হোসেন এতে সভাপতিত্ব করেন।

২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরিদা বেগম। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ২০১৭-২০১৮ সালের কর্মপরিকল্পনার ঘোষণাও দেন।

২০১৬ সালের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন অর্থ সম্পাদক ফেরদৌসী মাহমুদ।

সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শাকিব লোহানি, শামসুজ্জাহান নূর, মিনা আজিজ, মুহাম্মদ নিযামুদ্দীন, রুমানা চৌধুরী, কথাসাহিত্যিক মঈনুদ্দীন কাজল, কথাসাহিত্যিক, অ্যাডিশনাল সেক্রেটারি রানা জামান, ড. ফজলে হক তুহিন, ব্যারিস্টার সাদিয়া আরমান, আবদুল করিম, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন, আনোয়ার চৌধুরী, তৌফিকুল ইসলাম, নির্বাহী সদস্য আনজুমান আরা শিল্পী, সাংবাদিক, লেখিকা মাহমুদা আক্তার, সাংবাদিক আতিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক কথাসাহিত্যিক লাভলী বাশার।

সভায় আগামী ২০১৭-১৮ বছরের কর্মসূচিকে অনুমোদন দেওয়া হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- ট্রানস্লেশন প্রজেক্ট, ইয়াং রাইটার্স প্রজেক্ট, রাইটার্স ওয়ালফেয়ার প্রজেক্ট, শিশুতোষ চলচ্চিত্র, পেন বাংলাদেশ পদক, পেন ইন্টারন্যাশনালের ৯৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের আয়োজন এবং সিভিল সোসাইটি প্রোগ্রামের আওতায় মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক প্রকল্প গ্রহণ।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।