ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ল’ রিপোর্টার্স ফোরামে নতুন কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
ল’ রিপোর্টার্স ফোরামে নতুন কমিটি

ঢাকা: আইন সাংবাদিকদের শীর্ষ সংগঠন  ল’ রিপোর্টার্স ফোরামের ২০১৭-১৮ সেশনে সভাপতি পদে আশুতোষ সরকার এবং সাধারণ সম্পাদক পদে আজিজুল ইসলাম পান্নু নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে ফোরামের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়াও সহ-সভাপতি মাশহুদুল হক, যুগ্ম-সম্পাদক কবির হোসেন, কোষাধ্যক্ষ আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম, আমিনুল ইসলাম মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, হাবিবুর রহমান, আবদুল জাব্বার খান, আফজাল হোসেন, সুলাইমান নিলয়, মেহেদি হাসান ডালিম।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন সিনিয়র রিপোর্টার আশরাফ উল আলম। অন্য দুই কমিশনার হচ্ছেন, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিক ও সাংবাদিক তোফায়েল হোসেন।

বাংলাদেশ সময়: ৩০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
ইএস/এসই/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।