শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এহতেশামুল হক নতুন শহরের বাঘাযতিন সড়কের মৃত ওজিউল হকের ছেলে।
আহত জাহাঙ্গীর আলম হরিণাকুন্ডু উপজেলার পার্বতিপুর গ্রামের তিজারত মণ্ডলের ছেলে। তিনি ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেল যোগে ওই দুই শিক্ষক চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। পথে ভেটেরিনারি কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এহতেশামুল হক নতুনকে মৃত বলে ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এনটি