নিহত ছিদ্দিকের বাড়ি উপজেলার জাফরনগর এলাকায়।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, ভোরে ভবানিপুরে ছিদ্দিকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
তিনি আরো জানান, মৃতদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কেউ তাকে হত্যা করে মৃতদেহ ভবানিপুরে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ছিদ্দিকের বিরুদ্ধে ভৈরব থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসআই