ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ডাকাতের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
ভৈরবে ডাকাতের মৃতদেহ উদ্ধার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ছিদ্দিক (৪৫) নামে এক ডাকাত সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানিপুর এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। 

নিহত ছিদ্দিকের বাড়ি উপজেলার জাফরনগর এলাকায়।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, ভোরে ভবানিপুরে ছিদ্দিকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, মৃতদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কেউ তাকে হত্যা করে মৃতদেহ ভবানিপুরে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।  

ছিদ্দিকের বিরুদ্ধে ভৈরব থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।