শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুকুর আলী মাগুরা সদর উপজেলার পশ্চিম বাড়িয়ালা গ্রামের সামছুদ্দিন মিয়ার ছেলে।
মাগুরা সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সুকুর আলী সদর উপজেলার বাগবাড়িয়া এলাকার একটি ভাটা থেকে ইট বোঝাই নসিমন চালিয়ে মাগুরা শহরের দিকে আসছিলেন। তিনি মাগুরা ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান পেছন থেকে চাপা দেয়। এতে নসিমনটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সুকুর আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এনটি