শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের বত্রিশ এলাকায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় স্থাপিত ১০টি স্থলে বিভিন্ন ধরনের প্রাণি প্রদর্শনের পাশাপাশি বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ জেলা শাখার সভাপতি এ. কে ফজলুল হক ও সাধারণ সম্পাদক মো. ছাদেকুর রহমানসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
আইএ