ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাট জেলা কারাগারে কয়েদির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
লালমনিরহাট জেলা কারাগারে কয়েদির মৃত্যু

লালমনিরহাট: অসুস্থ অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি আবুল কাশেম (৭৫) মারা গেছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি সদর উপজেলার কুলাঘাট এলাকায়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট জেলা কারাগারের সুপার কিশোর কুমার নাগ বাংলানিউজকে বলেন, হত্যা মামলায় ১৯৯৮ সালে আবুল কাশেমের যাবজ্জীবন কারাদণ্ড হয়। শনিবার ভোর রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। সকালে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসক জানিয়েছেন হার্ট অ্যাটাক।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।