চাঁদপুর: চাঁদপুরে মেঘনার মোহনায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৪০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টা থেকে ২টা পর্যন্ত অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এমভি সাব্বির-টু লঞ্চে তল্লাশি চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মুকবুল হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাটকাগুলো জব্দ করা হয়।
জব্দকৃত জাটকাগুলো বিকেলে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জেলা প্রশাসকের কোল্ড স্টোরেজে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এনটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।