ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মেডিকেল শিক্ষার্থী নিহতের ঘটনায় পুরান ঢাকায় রাস্তা অবরোধ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
মেডিকেল শিক্ষার্থী নিহতের ঘটনায় পুরান ঢাকায় রাস্তা অবরোধ মেডিকেল শিক্ষার্থী নিহতের ঘটনায় পুরান ঢাকায় রাস্তা অবরোধ; ছবি- দিপু

ঢাকা: পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের এক ছাত্রী নিহতের ঘটনায় রায় সা‌হেব বাজার মোড়ে অব‌রোধ শেষে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সড়ক অবরোধ করেন তারা। প্রায় এক ঘণ্টা সড়কে অবরোধ শেষে তারা এ কর্মসূচি দেন।

এর আগে, রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে বাসের ধাক্কায় সাদিয়া হাসান (২২) নামে ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রী নিহত হন।

খবর শুনে এর প্রতিবাদে বিভিন্ন প্লে-কার্ড নিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় পু‌লিশের লালবাগ জো‌নের এডি‌সি শা‌হেন শাহ মাসুদ তা‌দের থা‌মানোর চেষ্টা করেন। কিন্তু তারা পু‌লি‌শের বাধা অ‌তিক্রম ক‌রে রায় সাহেব বাজার মোড়ে অবস্থান নেন।  

এ সময় শিক্ষার্থীরা‌ ‘সাদিয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, ‘অ‌বিল‌ম্বে হত্যাকারীকে গ্রেফতার কর‌তে হ‌বে’, ‘হত্যাকারীর বিচার চাই’, ‘আগুন জ্বা‌লো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।  

এদিকে নিহত সাদিয়া হাসানের জানাজা বেলা সাড়ে ১২টার দিকে ন্যাশনাল মেডিকেল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত। এতে অংশ নেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশাসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
ডিআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।