ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বালিয়াকান্দিতে নসিমনচাপায় কলেজ ছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
বালিয়াকান্দিতে নসিমনচাপায় কলেজ ছাত্রী নিহত

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের চাপায় নাসিমা খাতুন (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের মেছোঘাটা তিলোকচাঁদপুর চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাসিমা এ ইউনিয়নের বকসীবাড়ি গ্রামের সোলায়মানের মেয়ে। তিনি বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কলেজে যাওয়ার পথে মেছোঘাটা তিলোকচাঁদপুর চৌরাস্তা পার হচ্ছিলেন নাসিমা। এসময় পেছন থেকে একটি নসিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।