নিহত নাসিমা এ ইউনিয়নের বকসীবাড়ি গ্রামের সোলায়মানের মেয়ে। তিনি বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কলেজে যাওয়ার পথে মেছোঘাটা তিলোকচাঁদপুর চৌরাস্তা পার হচ্ছিলেন নাসিমা। এসময় পেছন থেকে একটি নসিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসআই