ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফুলগাজীতে পাসপোর্ট ও ডলারসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
ফুলগাজীতে পাসপোর্ট ও ডলারসহ আটক ১

ফেনী: ফেনীর ফুলগাজীতে ৬০টি জাল পাসপোর্ট ও ৭১টি ১০০ ইউএস ডলারসহ দাউদ মিয়া নামে একজন আটক করেছে র‌্যাব-৭।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের কিল্লার দিঘী এলাকা থেকে তাকে আটক করা হয়। দাউদ মিয়া একই গ্রামের নুর আহম্মদের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের কিল্লার দিঘী এলাকায় ৠাব অভিযান চালায়। এসময় দাউদ মিয়ার তল্লাশি করে ৬০টি জাল পাসপোর্ট ও ৭১টি ১০০ ইউএস ডলারসহ দাউদ মিয়াকে আটক করা হয়।

র‌্যাব-৭’র কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম বাংলানিউজকে জানান, বিকেলে দাউদ মিয়াকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হবে ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।