শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চিতলমারী উপজেলা অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক লিটন জেলার কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের পালপাড়ার আজিজ সিকদারের ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল দুপুরে চিতলমারী উপজেলা অফিসের সামনে থেকে লিটনকে আটক করে। এসময় তার কাছ থেকে ছয়শ' পিস ইয়াবা জব্দ করা হয়।
লিটন সিকদার পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসআই