শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নেভে ৬টা ৫০ মিনিটে।
বিষয়টি বাংলানিউজকে জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সদরদফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. আসলাম জানান, কাঠের তিনতলা বাড়ির নিচতলায় প্লাস্টিকের কারখানা।
সমরেন্দ্র নাথ বিশ্বাস জানান, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, কেমিক্যালের গোডাউন থাকায় আগুন তাড়াতাড়ি আশপাশে ছড়িয়ে যায়।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
পিএম/এসজেএ/আইএ/এইচএ/
***রাজধানীর ইসলামবাগে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
পিএম/এসজেএ/আইএ