ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে মাদক সেবন ও চুরির দায়ে ৪ জনের জেল-জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
সৈয়দপুরে মাদক সেবন ও চুরির দায়ে ৪ জনের জেল-জরিমানা

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে মাদক সেবনের দায়ে দুইজনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ অনাদায়ে দুই হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া চুরির দায়ে আরো দু’জনকে একশ’ টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু ছালেহ মো. মুসা জঙ্গী এই রায় দেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, মাদক সেবনের সময় শহরের চিনি মসজিদ এলাকা থেকে ইব্রাহিমের ছেলে মিঠু (২৫) ও চিরিরবন্দর উপজেলার আলোকদিহি এলাকার আইয়ুবের ছেলে শাহ আলমকে (২৮) আটক করে পুলিশ।

এছাড়া চুরি করার সময় শহরের বাঁশবাড়ি এলাকার শামীমের ছেলে নাদিম (২৬) ও একই এলাকার জাফর আলীর ছেলে শাহিদকে (২৩) আটক করে পুলিশের দেয় স্থানীয় জনগণ।  

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এই জেল-জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।