ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাদক বিক্রেতাদের আটক করে পুলিশে সোপর্দ করুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
মাদক বিক্রেতাদের আটক করে পুলিশে সোপর্দ করুন কমিউনিটি পুলিশিংয়ের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আইজিপি

দিনাজপুর: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, মাদক যুব সমাজকে ধ্বংস করছে। একজন মাদকাসক্ত সন্তানের অভিভাবকরাই বোঝেন এর ছোবল কতোটা খারাপ। তাই মাদক বিক্রেতাদের আটক করে পুলিশে সোপর্দ করুন। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিংয়ের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

এসময় তিনি বলেন, সমাজ থেকে অপরাধ কমিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই।

কোনো পুলিশ কর্মকর্তা কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন না। পুলিশ-জনতার মধ্যে সেতু বন্ধন রচনা করতে হবে। পুলিশের দায়িত্ব সমাজে শান্তি বজায় রাখা।

দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলমের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।  

কমিউনিটি পুলিশিং সমাবেশে জেলার ১৩টি উপজেলার প্রায় ২৫ হাজার সদস্য অংশ নেন।  

সমাবেশে আরো বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, ডা. শহিদুল ইসলাম খান, বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।