শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিংয়ের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, সমাজ থেকে অপরাধ কমিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই।
দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলমের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
কমিউনিটি পুলিশিং সমাবেশে জেলার ১৩টি উপজেলার প্রায় ২৫ হাজার সদস্য অংশ নেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, ডা. শহিদুল ইসলাম খান, বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসআই