শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। ছাত্র পরিষদের অবস্থানের কারণে শাহবাগ মোড় ঘিরে থাকা সড়কগুলোতে প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা দাবি তোলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করতে হবে। চাকরির বাজারে প্রতিযোগিতার কারণে এই বয়সসীমা বাড়ানো এখন সময়ের দাবি।
মোড়ে অবস্থানের আগে ছাত্র পরিষদ জাতীয় যাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। সেখানে দাবি-দাওয়া জানিয়ে বক্তৃতার পর তারা অবস্থান নেয় শাহবাগ মোড়ে।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
টিআই/এইচএ/