ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শোরুমে কমপ্রেসার মেশিন বিস্ফোরণেই দগ্ধ হন আটজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
শোরুমে কমপ্রেসার মেশিন বিস্ফোরণেই দগ্ধ হন আটজন ঢামেকে আহতরা, ছবি: শিমুল

ঢাকা: রাজধানীর লালবাগ চৌরাস্তার মিষ্টির দোকানে কমপ্রেসার মেশিন বিস্ফোরণেই দগ্ধ হয়েছেন সেই আটজন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ভর্তি করা হয় বার্ন ইউনিটে।

তারা হলেন, রিকশাচালক সোনাউদ্দীন (৫০); ১৮ শতাংশ বার্ন। বিবিএর ছাত্রী পান্না (২৪); ২৪ শতাংশ। পনির বিক্রেতা সাবিব্ব (২০); ১৫ শতাংশ। মিষ্টির দোকানের সেলসম্যান মারুফ হোসেন (২০); ১৮ শতাংশ। আরেক সেলসম্যান সবুজ (২০); ২৩ শতাংশ। লালবাগে এক চুরি কারখানার মালিক মকবুল হোসেন (৩৫); ১৮ শতাংশ বার্ন এবং রিকশাচালক আবুল বাসার ৮০ শতাংশ।

এছাড়া আহত হয়েছেন ফয়সাল (২৩) নামে এক ব্যক্তি।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল বলেন, সবার মাথায় খানিক হলেও আঘাত রয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ৮০ শতাংশ; তার অবস্থা গুরুতর।

লালবাগ জোনের ফায়ার সার্ভিসের পরিদর্শক নাসরিন সুলতানা জানান, ধারণা করা হচ্ছে মিষ্টির দোকান মিঠাইয়ে কমপ্রেসার মেশিন বিস্ফোরণে আগুন লেগেছে।

***লালবাগে দগ্ধ আটজন, ঢামেকে ভর্তি

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।