ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর মাজারে আনোয়ার হোসেনের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
বঙ্গবন্ধুর মাজারে আনোয়ার হোসেনের শ্রদ্ধা বঙ্গবন্ধুর মাজারে আনোয়ার হোসেনের শ্রদ্ধা

নারায়ণগঞ্জ: টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টায় গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।


এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আনোয়ার বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে যেভাবে চলেছি সেভাবেই জেলা পরিষদকেও পরিচালনা করবো।


এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা পরিষদের সদস্য সিদ্দিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, জেলা পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবু জাহেল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রোকন উদ্দিন আহমেদ, গোপীনাথ দাস প্রমুখ।


এছাড়া নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।