শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টায় গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আনোয়ার বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে যেভাবে চলেছি সেভাবেই জেলা পরিষদকেও পরিচালনা করবো।
এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা পরিষদের সদস্য সিদ্দিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, জেলা পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবু জাহেল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রোকন উদ্দিন আহমেদ, গোপীনাথ দাস প্রমুখ।
এছাড়া নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
বিএস