শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চাচা আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, আকাশ গাজীপুর এলাকায় থাকে।
তিনি বলেন, দুপুর ২টার দিকে আকাশ আমাকে ফোন দিয়ে বলে সে বই মেলায় যাবে। কিভাবে মেলায় যাবে আমি তাকে বলে দেই। পরে রাতে আকাশের মৃত্যুর খবর পেয়ে আমি ঢামেকে আসি।
মনির নামে এক পথচারী বাংলানিউজকে বলেন, রাতে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় আকাশ গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রেলওয়ে থানার (কমলাপুর) ওসি ইয়াসিন ফারুক বলেন, আমরা বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এজেডএস/বিএস