ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
রাজধানীতে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত

ঢাকা: রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় ফুয়াদ হোসেন আকাশ (১৮) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চাচা আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, আকাশ গাজীপুর এলাকায় থাকে।

সে স্থানীয় একটি স্কুল ‍অ্যান্ড কলেজে পড়‍ালেখা করতো। আগামী এইচএসসি পরীক্ষা দেওয়ার কথ‍া ছিলো তার। তার বাবার নাম আবুল হোসেন।

তিনি বলেন, দুপুর ২টার দিকে আকাশ আমাকে ফোন দিয়ে বলে সে বই মেলায় যাবে। কিভাবে মেলায় যাবে আমি তাকে বলে দেই। পরে রাতে আকাশের মৃত্যুর খবর পেয়ে আমি ঢামেকে আসি।

মনির নামে এক পথচারী বাংলানিউজকে বলেন, রাতে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় আকাশ গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাক‍া মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রেলওয়ে থানার (কমলাপুর) ওসি ইয়াসিন ফারুক বলেন, আমরা বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এজেডএস/বিএস   

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।