ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে অপহৃত যুবক গাইবান্ধায় উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
সাভারে অপহৃত যুবক গাইবান্ধায় উদ্ধার

সাভার (ঢাকা): সাভার থেকে অপহরণের একদিন পর গাইবান্ধা থেকে সবুজ সরকার নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম গাইবান্ধা সদর থানাধীন মার্টিন হোটেল থেকে ওই যুবককে উদ্ধার করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সাভারের সাইপাড়া এলাকায় মামার বাসায় এসে নিখোঁজ হন সবুজ। বিভিন্ন জায়গায় খুঁজেও সন্ধান না পাওয়ায় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এ প্রসঙ্গে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, ওই যুবকে সাভার মডেল থানার নিয়ে আসা হচ্ছে, তদন্তে অপহরণের মোটিভ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।