ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আমার তিন তলা বাড়ি তছনছ হয়ে গেছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
আমার তিন তলা বাড়ি তছনছ হয়ে গেছে আমার তিন তলা বাড়ি তছনছ হয়ে গেছে-ছবি-সুমন শেখ

ঢাকা: এখানে আমার তিন তলা বাড়ি ছিল। আগুনে মুহূর্তেই সব লণ্ডভণ্ড হয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেছে। এখন শুধু ছাই ছাড়া আর কিছুই নেই।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইসলামবাগের আগুনে পুড়ে তছনছ হয়ে যাওয়া ধ্বংস স্তূপের ওপর দাঁড়িয়ে বাংলানিউজকে কথাগুলো বলেছিলেন ক্ষতিগ্রস্ত আশরাফ উদ্দিন অপু।

তিনি বলেন, বাড়ির নিচতলায় চারটি প্লাস্টিকের দোকান ছিল।

পাশে একটি বিদ্যুতের ট্রান্সমিটার আছে। অনেকে বলছে ট্রান্সমিটার থেকে আগুন লেগেছে। কিন্তু আমি সঠিকভাবে জানি না কেমন করে আগুন লাগলো? আমি শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) তাবলিগে জামায়াতে ছিলাম। সন্ধ্যায় এসে দেখি আমার সবকিছু শেষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৪টার দিকে একটি ঘরের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এমএইচকে/পিএম/এসজেএ/ইএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।