শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলের দিকে উপজেলার নোয়াখোলা ইউনিয়নে কড়িহাটি গ্রামের ইউনুছ মিয়া হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হক ওই গ্রামের ইউনুছ মিয়া হাজী বাড়ির বাসিন্দা ও তিন সন্তানের জনক।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে সৌদি আরব থেকে দেশে আসেন আব্দুল হক। এরপর থেকে বিভিন্ন অসুখে ভুগছিলেন তিনি।
শনিবার দুপুর থেকে বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বিকেলে তাদের বাড়ির পুকুরের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন।
পরে তারা পুকুর থেকে আব্দুল হককে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন বাংলানিউজকে জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এএটি/