ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘স্বাস্থ্য ও মন ভালো রাখায় ক্রীড়ার বিকল্প নেই’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
‘স্বাস্থ্য ও মন ভালো রাখায় ক্রীড়ার বিকল্প নেই’

ঝালকাঠি: শিক্ষার্থীদের স্বাস্থ্য ও মন ভালো রাখার জন্য ক্রীড়ার বিকল্প নেই বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এ সময় তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক ও সমাজের সব শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি শহরের ইছানিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শেখ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, ঝালকাঠি চেম্বার অব কমার্স সভাপতি মাহাবুব হোসেন, পিপি আব্দুল মান্নান রসুল।

অনুষ্ঠানে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় ৪০টি ইভেন্টে শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
আরএটি/এজি/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।