ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ঘটবাড়িয়া কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
বরগুনায় ঘটবাড়িয়া কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন বরগুনায় ঘটবাড়িয়া কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

বরগুনা: বরগুনায় ঘটবাড়িয়া আদর্শ কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এ ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।

বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের ঘটবাড়িয়া আদর্শ কলেজে রাজস্ব উন্নয়ন খাত থেকে ৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে দশ শতাংশ জমির ওপর চার তলা বিশিষ্ট একাডেমিক ভবন কাম ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে।

ভবনটি নির্মাণ হলে কলেজের শিক্ষার্থীরা উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে।

কলেজ কমিটির সভাপতি মোতালেব হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বরগুনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান হানিফ মাতুব্বর ও জেলা যুব লীগের সহ-সভাপতি রেজাউল করিম অ্যাটম।

বাংলাদেশ সময়: ০৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।