শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন রাস্তাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ৬ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে সাড়ে ১২ কিলোমিটার পাকা রাস্তা নির্মিত হয়েছে।
৬৭ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ভাটপাড়া বাজার হতে সাহারবাটী (হিজলবাড়িয়া) ইউনিয়ন পরিষদ পর্যন্ত, ৪২ লাখ টাকা ব্যয়ে হাড়িয়াদহ থেকে গোপালনগর পর্যন্ত, ৪৬ লাখ টাকা ব্যয়ে বেতবাড়িয়া-শেহালা ঘাট পর্যন্ত, ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে করিমপুর মোড় থেকে সহড়বাড়িয়া পর্যন্ত, ২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে মালশাদহ থেকে হাড়াভাঙ্গা হয়ে সহড়াতলা পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মেহেরপুর নির্বাহী প্রকৌশলী আজিমুদ্দীন সর্দার, গাংনী উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক, মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের জেলা শাখার সাংগঠনিক কমান্ডার আমিরুল ইসলাম, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, গাংনী উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌহিদুল ইসলাম, ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সংসদ সদস্যের বিশেষ সহকারী সাইফুজ্জামান শিপু, জেলা কৃষকলীগের সাংস্কৃতিক সম্পাদক জামাত আলী, সৈনিকলীগের সহ-সভাপতি জিয়াউল ইসলাম জিয়া, গাংনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবীব প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এজি