ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
মেহেরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

মেহেরপুর: বিরোধপূর্ণ জমিতে স’ মিল বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধাসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের সিরাজুল ইসলাম গ্রুপ ও মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৬৪) গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। 

আহতদের মধ্যে বেতবাড়িয়ার সিরাজুল ইসলামের গ্রুপের সদস্য ও আওয়ামী লীগ নেতা জমির উদ্দীন (৬৫), তার  স্ত্রী হাজেরা খাতুন (৫৫), ছেলে রবিউল ইসলাম (৩৫), মেয়ে খুকু মনি (৩৮), ছোট ভাই আমির উদ্দীন শেখ (৫৫), তার স্ত্রী পিনা খাতুন (৫০), আব্দুল হান্নান বিশ্বাস (৮০) ও লালন হোসেন (২৮) এবং প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, তার গ্রুপের সেকেন্দার আলী (৪৫), কামরুল ইসলাম (৪২), ফারুক হোসেন (৪০), চায়েন উদ্দীন (৭৫), কিয়ামতুল্লাহ (৭৫) ও স্বপন আলীকে (৩২) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মোকলেছুর রহমান বাংলানিউজকে জানান, আহতদের শরীরে দেশি ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

বেশ কয়েকজনের মাথায় ১৫ থেকে ১৭টি করে সেলাই দেওয়া হয়েছে।  

আহতরা জানান, এক বছর বেতবাড়িয়া বাজারের চার শতক জমি নিয়ে আব্দুর রহমানের সঙ্গে সিরাজুল ইসলামের মধ্যে মামলা চলছে। রোববার সকালে এই জমিতে স’মিল স্থাপন করতে যান সিরাজুল ইসলামের পক্ষের জমির উদ্দীন। এসময় আব্দুর রহমানের লোকজন বাধা দেন। এতে বাকবিতণ্ডার একপর্যায়ে দেশি অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশের টহল রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।