রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় হাইকোর্টের সামনের সড়কে কদমফোয়ারা এলাকায় বিআরটিএ’র অভিযান পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গ্যাসের দাম বৃদ্ধিতে গণপরিবহনে এর প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, যখন গ্যাসের দাম বাড়ে তার একটা প্রতিক্রিয়া আছ।
মন্ত্রী বলেন, বিআরটিএ’র ভাড়া পুননির্ধারণ কমিটি স্টেকহোল্ডারদের নিয়ে বসে ঠিক করবে।
এসময় মন্ত্রী সেখানে বিআরটিএ’র এক ঘণ্টার ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমের তথ্য উল্লেখ করে বলেন, এক ঘণ্টায় ২১টি মামলা হয়েছে। যার মধ্যে ৫টি সিএনিজচালিত অটোরিকশা ডাম্পিংয়ের, ৪ জন চালকের জেল হয়েছে।
মাত্র এক ঘণ্টার অভিযানের রেজাল্টে প্রবলেম অনেক হচ্ছে- বলেন সেতুমন্ত্রী। শুক্রবার ছাড়া প্রতিদিন এ অভিযান চলছে বলেও জানান ওবায়দুল কাদের।
আদালতে মিশুক-মনিরদের সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনার মামলায় চালকের শাস্তির প্রতিবাদে চুয়াডাঙ্গায় হরতাল-অবরোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আদালতের রায়কে অমান্য করা উচিত নয়। তারা উচ্চ আদালতে আপিল করতে পারেন। সে সুযোগ রয়েছে। অযৌক্তিক হরতাল জনগণের ভোগান্তি বাড়াবে।
এছাড়া খালেদার সাজা হওয়ার বিষয়ক মওদুদ আহমদের মন্তব্য প্রসঙ্গে মন্ত্রী উল্টো প্রশ্ন ছুঁড়ে বলেন, মওদুদ সাহেব ও বিএনপি নেতারা কেন ধরেই নিয়েছেন তার (খালেদা জিয়া) সাজা হবে। এখানে দণ্ড হতেও পারে নাও পারে। এটা আদালতের বিষয়।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসএ/জেডএস