রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম শিমুল (৪২) শহরের পৈলানপুর মহল্লার মৃত মহিদুল ইসলাম সরদারের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, শিমুল দুপুরে বাই সাইকেলে করে বাড়ি থেকে শহরের উত্তর শালগাড়িয়ার স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ অফিসে কাজে যাচ্ছিলেন। পথে নুরপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বালু বোঝাই একটি ট্রাক (টাঙ্গাইল-ট-১১-০০০৪) তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা তাৎক্ষণিক ট্রাকটিকে আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো চালক ও তার সহকারীকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
আরএ