রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্যু হয়।
এ ঘটনায় মৃত নয়নের বাবা মো. শাহ্জাহান আলী (৬৫) মুমূর্ষু অবস্থায় ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ঢামেক বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক মাসুমা বাংলানিজকে জানান, বিকেলে চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্যু হয়। শাহজাহানের অবস্থাও আশঙ্কাজনক। দু’জনের শরীরে কোনো আগুনে পুড়ে যাওয়ার চিহ্ন নেই। ধোঁয়ার কারণে তারা অসুস্থা হয়। পরে নয়নের মৃত্যু হয়।
কুর্মিটোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, দুপুর ৩টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয় আগুন নিভিয়ে ফেলে।
আগুনে সূত্রপাত মশার কয়েল থেকে হতে পরে বলে জানান তিনি।
মৃত নয়নে মা বিউটি বেগম বাংলানিউজকে বলেন, কুড়িল বিশ্বরোডের পাশে আমাদের একটি চায়ে দোকান আছে। নয়ন সারারাত দোকানে ডিউটি করে সকালে বাসায় এসে ঘুমায়। অগ্নিকাণ্ডের সময় তার অসুস্থ স্বামী শাহজাহানও বাসার ভেতরে ছিলেন।
তাদের বাড়ি ঝালকাঠি কাঠালিয়া উপজেলার বাঁশবুলিয়া গ্রামে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এজেডএস/জিপি/টিআই