ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কমলাপুরে রেলের বগিতে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
কমলাপুরে রেলের বগিতে আগুন ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর কমলাপুর রেল স্টেশনের সিক লাইনে পরিত্যক্ত একটি কোচে আগুন লেগেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত।

প্রত্যক্ষদর্শী বিশ্বজিৎ ঘোষ জানান, আগুন নেভাতে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।



কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক বাংলানিউজকে বলেন, রাজনৈতিক আন্দোলনের সময় যখন রেলে আগুন দেওয়া হয়; তখনই সেই বগি একবার পোড়ানো হয়। যা আর ব্যবহার করা হতো না। সন্ধ্যায় ওভারব্রিজের নিচে সেই পড়ে থাকা বগিতে আগুন লেগেছে; যা পরে নেভানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এজেডএস/এসএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।