ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আটদিনের সফরে অস্ট্রেলিয়ায় বিমান বাহিনী প্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
আটদিনের সফরে অস্ট্রেলিয়ায় বিমান বাহিনী প্রধান ছবি: বিমান বাহিনী প্রধান আবু এসরার (সংগৃহীত)

ঢাকা: বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি সস্ত্রীক আটদিনের সরকারি সফরে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) তিনি সেখানে পৌঁছান। তার সঙ্গে একজন সফরসঙ্গীও রয়েছেন।

চিফ অব এয়ার ফোর্স সম্মেলন এবং অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল এয়ার শো, এরোস্পেস-ডিফেন্স এক্সপোজিসন-২০১৭-এ যোগ দেবেন বিমান বাহিনী প্রধান।
 
তিনি অস্ট্রেলিয়ায় অবস্থানকালে সেদেশের বিমান বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

বিমান বাহিনী প্রধানের অস্ট্রেলিয়া সফর দুই দেশের সামরিক বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।