রোববার (২৬ ফেব্রুয়ারি) তিনি সেখানে পৌঁছান। তার সঙ্গে একজন সফরসঙ্গীও রয়েছেন।
চিফ অব এয়ার ফোর্স সম্মেলন এবং অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল এয়ার শো, এরোস্পেস-ডিফেন্স এক্সপোজিসন-২০১৭-এ যোগ দেবেন বিমান বাহিনী প্রধান।
তিনি অস্ট্রেলিয়ায় অবস্থানকালে সেদেশের বিমান বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
বিমান বাহিনী প্রধানের অস্ট্রেলিয়া সফর দুই দেশের সামরিক বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
আইএ