ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানচাপায় যুবক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানচাপায় যুবক নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় মো. শোভন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার সিটি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শোভন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার ইঞ্জিনিয়ার তোফায়েল আহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে শোভন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় রামগতি থেকে লক্ষ্মীপুরগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আবুল কাশেম বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যান রেখে চালক পালিয়ে যাওয়ায় এখনো তাকে আটক করা সম্ভব হয়নি। তবে পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।