রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার সিটি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শোভন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার ইঞ্জিনিয়ার তোফায়েল আহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে শোভন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় রামগতি থেকে লক্ষ্মীপুরগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আবুল কাশেম বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যান রেখে চালক পালিয়ে যাওয়ায় এখনো তাকে আটক করা সম্ভব হয়নি। তবে পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসআই