ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে ফুলকলিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে ফুলকলিকে জরিমানা মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে ফুলকলিকে জরিমানা

সিলেট: মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও কোমল পানীয় বিক্রির দায়ে সিলেটে অভিজাত খাদ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ফুলকলিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় ফুলকলি পাঠানটুলা শাখাকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামান।

অভিযানে মেয়াদোত্তীর্ণ বিদেশি ব্র্যান্ডের কপিকো কফি চকলেট, কোমল পানীয় বাভারিয়া কৌটা ও ক্যান জব্দ করা হয়।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও কোমল পানীয় বিক্রির দায়ে ফুলকলি পাঠানটুলা শাখাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে সিটি করপোরেশনের ট্যাক্স অফিসার মো. আব্দুল আজিজ, পেশকার আনোয়ার হোসেন এবং উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেনসহ সিলেট মেট্রোপলিটন পুলিশ ফোর্স অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এনইউ/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।