ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জে তেলের ড্রাম বিস্ফারণে ৩ জন দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
ঈশ্বরগঞ্জে তেলের ড্রাম বিস্ফারণে ৩ জন দগ্ধ

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তেলের ড্রাম বিস্ফারণে তিনজন দগ্ধ হয়েছেন।  সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নজরুল ইসলাম (৫৫), রমজান আলী (২৩),  আবুল কালাম (৪৬)।  

জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের তরবপাশাইল গ্রামে মোমবাতি দিয়ে তেলের ড্রামের ছিদ্র বন্ধ করতে গেলে ড্রামটি বিস্ফোরিত হয়ে তিনজন দগ্ধ হন।



ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।