ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিংয়ের পাশে কালো কার্বন কাগজে পেচানো অবস্থায় ৯শ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের বিমানবন্দর টিম।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উদ্ধার করা হয় বলে বাংলানিউজকে জানান ঢাকা কাস্টমস হাউজের বিমানবন্দর টিমের সহকারী কমিশনার মো. সাইদুল ইসলাম।
তিনি বাংলানিউজকে জানান, স্ক্যাকিংয়ের পাশে একটি ট্রলির উপর লাগেজ পড়ে থাকতে দেখা যায়।
লাগেজটি সন্দেহ হলে বিমানবন্দর কাস্টমস টিমের শিফট অফিসাররা সেটা স্ক্যান করে দেখেন তাতে স্বর্ণ রয়েছে। পরে লাগেজ খুলে কার্বন কাগজে পেচানো ১০০ গ্রাম ওজনের ৮টি বার ও ১০ গ্রামের ১০টি বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯শ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৩৭ লাখ টাকা।
তবে ধারণা করা হচ্ছে লাগেজটি স্ক্যানিংয়ের কথা বলায় পাচারকারী স্বর্ণ রেখে পালিয়ে গিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘন্টা, ফেব্রুয়ারি ২৭,২০১৭
এসজে/বিএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।