ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হেলিকপ্টারে পাখি ঢুকে পড়ায় জরুরি অবতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
হেলিকপ্টারে পাখি ঢুকে পড়ায় জরুরি অবতরণ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পাঁচ বিদেশিসহ মেঘনা গ্রুপের একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পিরিজপুর ইউনিয়নের মিরারবন্দ হাওরে হেলিকপ্টারটি অবতরণ করে।

পুলিশ সূত্র জানায়, ইতালির একজন, কোরিয়ার দুইজন ও ডেনমার্কের দুইজন নাগরিক নিয়ে হেলিকপ্টারটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল।

পথে হেলিকপ্টারের সামনের জানালার গ্লাস ভেঙে একটি পাখি ভেতরে ঢুকে পড়ে। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় হেলিকপ্টারটি মিরারবন্দ হাওরে জরুরি অবতরণ করে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।