ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে স্কাউটস্-এর আয়োজনে শহর পরিচ্ছন্নতা অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
মাদারীপুরে স্কাউটস্-এর আয়োজনে শহর পরিচ্ছন্নতা অভিযান মাদারীপুরে স্কাউটস্-এর আয়োজনে শহর পরিচ্ছন্নতা অভিযান

মাদারীপুর: স্কাউটস্-এর প্রতিষ্ঠার ১৬১তম জন্মদিন উপলক্ষে মাদারীপুরে শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর লেকেরপাড় স্বাধীনতা অঙ্গন থেকে এই কার্যক্রম শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পুলিশ সুপার সরোয়ার হোসেন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান হাওলাদারসহ অন্যরা।
 
পৌরসভার সহযোগিতায় স্কাউট দলের ছেলে-মেয়েরা ৪টি দলে ভাগ হয়ে শহরের লেক চত্বর, পৌরবাজার, ইটেরপুল ও পুরান বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।