সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার আলী পুঠিয়া উপজেলার এস আর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সিংড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, যাত্রীবাহী বাসটি রাজশাহী থেকে নাটোর যাচ্ছিল। ওই স্কুল শিক্ষক মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া হেলথ কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।
হাসপাতালে নেওয়ার পথেই শিক্ষক জুলফিকার আলীর মৃত্যু হয় বলে জানান ওসি হাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসএস/জিপি/এএ