সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
মামলার বিচার শেষ না হওয়ায় দীর্ঘদিন কারাবন্দি থাকা আট জনের বিষয়ে গত ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।
পরদিন আটজন বন্দিকে হাজিরের নির্দেশ দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। সে আদেশ অনুসারে সোমবার তাদেরকে হাজির করা হয়।
আটজনের মধ্যে মো. দানা মিয়া, আসাদুল ওরফে আছা ও সাজু মিয়াকে তাদের মামলার বিচার কাজ শেষ না হওয়া পযন্ত জামিন দেন হাইকোর্ট।
সাজু মিয়া নরসিংদী জেলা কারাগারে ২০০৬ সাল থেকে আটক আছেন। আসাদুল ওরফে আছা সাতক্ষীরা জেলা কারাগারে ২০০৬ সাল থেকে আটক আছেন। ডানা মিয়া সিলেট জেলা কারাগারে ২০০৬ সাল থেকে আটক আছেন।
মো. জালাল ও অসীম হালদার নামের দু’জন মানসিকভাবে অসুস্থ বলে তথ্য রয়েছে। ওই দু’জনের অভিভাবকদের সঙ্গে লিগ্যাল এইড অফিসকে যোগাযোগ করতে বলেছেন হাইকোর্ট। তাদের বিষয়ে আগামি ৬ মার্চ আদেশ দেবেন বলেও জানিয়েছেন।
এদিকে গত ১৪ ফেব্রুয়ারি সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালত সাইফুল আলম বিল্লালকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। ১৯ জানুয়ারি কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত মোহাম্মদ তকদীর মিয়াকে জামিন দিয়েছেন।
এছাড়া সাব্বির আহমেদ দুলালের নথি হাইকোর্টে না আসায় তার বিষয়ে এখনো আদেশ হয়নি।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
ইএস/এএসআর