সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেওয়ান মোহম্মদ আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, ভোরে স্থানীয়রা রাস্তার পাশে মুখ ও হাত-পা বাঁধা মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
তিনি আরো জানান, নিহত যুবকের শরীরে দু’টি গুলির চিহ্নসহ অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে দু’টি গুলির খোসা পাওয়া গেছে। তাকে শ্বাসরোধ এবং গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তালুকদার আব্দুল হাই বলেন, কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসআই