ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মার্চের প্রথম সপ্তাহে ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
মার্চের প্রথম সপ্তাহে ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) লিডারস সামিটে (শীর্ষ সম্মেলন) অংশ নিতে মার্চ মাসের প্রথম সপ্তাহে ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

২০১৬ ডিসেম্বরে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি ঢাকা সফরের সময় দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আমন্ত্রণ জানান।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

আগামী ৭ মার্চ ইন্দোনেশিয়া রাজধানী জাকার্তায় অনুষ্ঠেয় সম্মেলনে ২১ রাষ্ট্রের এই জোটের ২০ বছর পূর্তিতে সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেবেন। গত দুই বছর ধরে আইওআরএ’র চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছে ইন্দোনেশিয়া। ২০১৭ সালে এই দায়িত্ব দক্ষিণ আফ্রিকার কাছে হস্তান্তর করা হবে।

প্রথমবারের মতো আইওআরএ’র শীর্ষ সম্মেলন আয়োজন করছে ইন্দোনেশিয়া। এবারের সম্মেলনে আলোচনার মূল বিষয় হিসেবে থাকছে সমুদ্র নিরাপত্তা, দুর্যোগ ঝুঁকি মোকাবিলা, ম‍ৎস্য সম্পদ ব্যবস্থাপনার মতো বিষয়গুলো।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা ফেব্রুয়ারি ২৭, ২০১৭
কেজেড/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।