২০১৬ ডিসেম্বরে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি ঢাকা সফরের সময় দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আমন্ত্রণ জানান।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
আগামী ৭ মার্চ ইন্দোনেশিয়া রাজধানী জাকার্তায় অনুষ্ঠেয় সম্মেলনে ২১ রাষ্ট্রের এই জোটের ২০ বছর পূর্তিতে সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেবেন। গত দুই বছর ধরে আইওআরএ’র চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছে ইন্দোনেশিয়া। ২০১৭ সালে এই দায়িত্ব দক্ষিণ আফ্রিকার কাছে হস্তান্তর করা হবে।
প্রথমবারের মতো আইওআরএ’র শীর্ষ সম্মেলন আয়োজন করছে ইন্দোনেশিয়া। এবারের সম্মেলনে আলোচনার মূল বিষয় হিসেবে থাকছে সমুদ্র নিরাপত্তা, দুর্যোগ ঝুঁকি মোকাবিলা, মৎস্য সম্পদ ব্যবস্থাপনার মতো বিষয়গুলো।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা ফেব্রুয়ারি ২৭, ২০১৭
কেজেড/জিপি/আরআই