ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
ঝিনাইদহে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে ঝিনাইদহে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে


ঝিনাইদহ: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহতের ঘটনার মামলায় চালক জামির উদ্দীনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে ঝিনাইদহসহ খুলনা বিভাগের ১০ জেলায় দ্বিতীয় দিনের মত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে অভ্যন্তরীণ রুটে ও দূরপাল্লার যানবাহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এমনকি ব্যাটারিচালিত অটোরিকশা ও অটোভ্যান চলাচলও বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা।

এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ লোকজন।

এদিকে, শহরের বাস টার্মিনাল, আরাপপুর, বাইপাস, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করছেন শ্রমিকরা।

২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-মানিকগঞ্জ এলাকার জোকা এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি পরিবহনের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচ জন নিহত হন।

এ ঘটনার মামলায় বুধবার (২২ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চালক জামির উদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

এরই প্রতিবাদে শনিবার খুলনা বিভাগীয় আঞ্চলিক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের জরুরি সভা থেকে ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭‌
এজি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।