সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।
ওসি জানান, রোববার দিনগত রাতে ঘাতক গাড়ির চালক রিয়াজকে গ্রেফতার করা হয়।
এদিকে, আটক গাড়ি চালকের ব্যাপারে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ও নিহত সাদিয়ার সহপাঠী তানভির মোর্শেদ রাসেল বাংলানিউজকে বলেন, আমাদের জানানো হয়েছে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। আমরা কয়েকজন থানায় গিয়ে তার সঙ্গে কথা বলে এসেছি। আশা করছি দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
ডিআর/জিপি/আইএ