ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মেডিকেল ছাত্রীর ঘাতক গাড়ি চালক গ্রেফতার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
মেডিকেল ছাত্রীর ঘাতক গাড়ি চালক গ্রেফতার

ঢাকা: বাসের ধাক্কায় পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের ১৯তম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া হাসান নিহতের ঘটনায় ঘাতক বাস চালক রিয়াজকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

ওসি জানান, রোববার দিনগত রাতে ঘাতক গাড়ির চালক রিয়াজকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পাঁচদিনের রিমান্ড চাওয়া হবে।

এদিকে, আটক গাড়ি চালকের ব্যাপারে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ও নিহত সাদিয়ার সহপাঠী তানভির মোর্শেদ রাসেল বাংলানিউজকে বলেন, আমাদের জানানো হয়েছে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। আমরা কয়েকজন থানায় গিয়ে তার সঙ্গে কথা বলে এসেছি। আশা করছি দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
ডিআর/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।