ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের মতবিনিময়

মৌলভীবাজার: মৌলভীবাজার মডেল থানার আয়োজনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছে পুলিশ প্রশাসন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মৌলভীবাজার মডেল থানার কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রওশনুজ্জামান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল্লাহ, কমিউনিটি পুলিশিং পরিবহন সেক্টরের জেলা সভাপতি সৈয়দ মফচ্ছিল আলী, সাংবাদিক সিরাজুল ইসলাম ও হোসাইন আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।