ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতি দমনে এবার শূন্য সহিষ্ণুতা নীতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
দুর্নীতি দমনে এবার শূন্য সহিষ্ণুতা নীতি

ঢাকা: কমিশন দুর্নীতি দমনে শূন্য সহিষ্ণুতা নীতি নিয়েই এগোনোর চেষ্টা করছে। আমরা দুর্নীতিকে নির্মূল করতে না পারলেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এটি একক দেশের কোনো সমস্যা নয়, বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। আমরা পৃথিবীর বিভিন্ন দেশের দুর্নীতিবিরোধী সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের চেষ্টা করছি।

দুর্নীতি ও দুদক নিয়ে এভাবেই অবস্থান ব্যাখ্যা করছিলেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) কমপ্লায়েন্স, ইফেক্টিভনেস ও ইন্টিগ্রিটি ইউনিটের মহাপরিচালক হামিদ শরীফের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় করেন তিনি।

ইকবাল মাহমুদ বলেন, আমরা চীনের দুর্নীতিবিরোধী অভিযানের দিকে দৃষ্টি রাখছি। একইসঙ্গে চীনের দুর্নীতিবিরোধী সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরেরও চেষ্টা করছি। দেশের যেকোনো প্রকল্প কিংবা কর্মসূচিতে দুর্নীতি সংঘটিত হওয়ার আগেই তা দমন করার আইনি ম্যান্ডেট রয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

‘এআইআইবির প্রকল্পে কেউ কোনোরকম দুর্নীতিতে সম্পৃক্ত হলে তাকে আইনের আওতায় আনা হবে। কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এছাড়া প্রতিটি প্রকল্পের উপকারভোগীদের প্রকল্পে সম্পৃক্ত করলে তাদের যেমন মালিকানা সৃষ্টি হয়, তেমনি প্রকল্প টেকসই হয়। একইসঙ্গে হ্রাস পায় অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার সুযোগ। ’

দুদক চেয়ারম্যান আরও বলেন, টেন্ডার প্রক্রিয়ার প্রতিটি ধাপেই দুর্নীতির সুযোগ থাকে। তাই প্রত্যেক ধাপেই সতর্ক থাকতে হবে। তাই কারিগরি মূল্যায়ন কমিটিতে বাংলাদেশের বিখ্যাত প্রতিষ্ঠান, যেমন বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি প্রতিনিধিদের রাখা যেতে পারে।

প্রতিনিধি দলটির দলনেতা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) কমপ্লায়েন্স, ইফেক্টিভনেস ও ইন্টিগ্রিটি ইউনিটের মহাপরিচালক হামিদ শরীফ বলেন, এআইআইবির প্রতিটি প্রকল্প হবে জাল-জালিয়াতি, সম্পদের অপব্যবহার ও দুর্নীতিমুক্ত। এক্ষেত্রে কমিশন ও এআইআইবি যৌথভাবে কাজ করলে তারা বাংলাদেশে স্বচ্ছভাবে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক মো. মঈদুল ইসলাম, মোহাম্মাদ মুনীর চৌধুরী ও এআইআইবির সিনিয়র ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট হংলিং ইয়ং, সিনিয়র ফাইন্যান্স স্পেশালিস্ট হিয়ান ওয়াং প্রমুখ।

৫৭ সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত ব্যাংকটির ছয়টি দেশে নয়টি প্রকল্প চলমান রয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির সঙ্গে ব্যাংকটির ২৬২.২৯ মিলিয়ন ডলারের (প্রাক্কলিত) তিনবছর মেয়াদী প্রকল্পের কাজ ২০১৬ সালের জুলাই মাস থেকে শুরু হয়েছে। ব্যাংকটির অর্থায়নের অন্যতম মূলনীতি হচ্ছে ‘দুর্নীতির প্রতি শূন্য সহিষ্ণুতা’।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসজে/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।