ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্ববিদ্যালয় মর্যাদা পাচ্ছে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্র

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
বিশ্ববিদ্যালয় মর্যাদা পাচ্ছে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্র

ঢাকা: বিশ্ববিদ্যালয় মানের স্বতন্ত্র যুব উন্নয়ন ইনস্টিটিউট হচ্ছে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্র। এ লক্ষ্যে ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন-২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
 
 

চলতি বছরের সাত এবং বর্তমান সরকারের ১৩৮তম মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম।
 
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন নিয়ে এ ইনস্টিটিউট একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

যা যুবদের উন্নয়নে দেশে ‘থিঙ্ক ট্যাংক’ হিসেবে কাজ করবে।  

প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য ১৮ সদস্যের একটি পরিচালনা কমিটি গঠিত হবে, যার প্রধান হবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব।  

এছাড়া যুব সংক্রান্ত সব বিভাগ ও মন্ত্রণালয়ের প্রতিনিধি এতে সদস্য হিসেবে থাকবেন। কমিটি বছরে দু’বার বৈঠকে মিলিত হবে।
 
মন্ত্রিপরিষদ বিভাগ সচিব বলেন, ইনস্টিটিউটের পাঠ্যক্রম, প্রশিক্ষণ এবং কারিকুলাম ঠিক করার জন্য আলাদা আরো একটি বিশেষজ্ঞ কমিটি থাকবে। এ প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা, ব্যাচেলর ও মাস্টার্স সার্টিফিকেট বা সনদ দেওয়া হবে।
 
তিনি বলেন, ১৯৯৮ সাল থেকে সাভারের এ প্রতিষ্ঠানটি যুব উন্নয়ন, বেকার সমস্যার সমাধান ও বেকার যুবদের স্বাবলম্বী করে তুলতে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।
 
**কসোভোকে বাংলাদেশের স্বীকৃতি


বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।